ব্রজেন্দ্রগঞ্জ রাম চন্দ্র উচ্চ বিদ্যালয়ে আপনাকে স্বাগতম
শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন দেশ বা জাতির উন্নয়ন সম্ভব নয়। যে শিক্ষার মাধ্যমে দেশ বা জাতি উন্নতির চরম শিখরে আরোহণ করে, সে শিক্ষা অবশ্যই বাস্তবতার সাথে সমন্বিত জ্ঞান সমৃদ্ধ হতে হবে। আমরা জানি, শিক্ষার প্রধান উদ্দেশ্যই হচ্ছে ব্যক্তির কাঙ্খিত আচরণিক পরিবর্তন ঘটানো। কোন ব্যক্তি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেও অশিক্ষিত থাকবে, যদি তার আচরণিক পরিবর্তন না ঘটে। বিদ্যা ও বুদ্ধি শব্দদ্বয় একে অপরের সাথে সম্পর্কিত। কোন ব্যক্তি বিদ্বান হয়েও বুদ্ধিমান নাও হতে পারে। কাজেই শিক্ষার আসল উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের পরবর্তী প্রজন্ম সুশিক্ষিত হবে।

